1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়া ট্রমা সেন্টারে যুক্ত হলো ডিজিটাল এক্স-রে মেশিন লোহাগাড়ায় যুবলীগ নেতা ও গ্রাম পুলিশের নেতৃত্বে অবৈধভাবে বালু উত্তোলন চুয়েট ও ভেনচুরাস লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর রাউজানের নোয়াপাড়ায় জেলা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিদেশি আগ্নেয়াস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার-২ লোহাগাড়া জার্নালিষ্ট এসোসিয়েশন’র কমিটি গঠন বোয়ালিয়া খাল রক্ষা কমিটির আত্নপ্রকাশ- সাংবাদিকদের সাথে মতবিনিময় সাতকানিয়ায় প্রয়াত সুনীল কান্তি দাশ’র আত্মার শান্তি কামনায় বিশেষ সৎসঙ্গ ও স্মরণসভা অনুষ্ঠিত সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পটিয়ায় অবৈধ গ্যাস ক্রস ফিলিং কারখানায় অভিযান সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক সাতকানিয়া’য় কবি আসাদ বিন হাফিজ মেধাবৃত্তি ২০২৫ অনুষ্ঠিত

রাউজান থানা পুলিশের বিশেষ অভিযান: বিদেশী পিস্তলসহ মিন্টু নামের এক সন্ত্রাসী গ্রেপ্তার

  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

 

নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম): চট্টগ্রাম জেলার রাউজান থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে ১টি যুক্তরাষ্ট্রের তৈরী  পিস্তল, ২টি ম্যাগাজিন, ৭ রাউন্ড গুলি ১টি অস্ত্রের কাঠের বাটসহ মোহাম্মদ রাজু প্রকাশ মিন্টু (২৫) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। ধৃত রাজু

উপজেলার ১৩ নং নোয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডস্থ পলোয়ান পাড়া উজির মিয়ার বাড়ির  আলী আকবর শাহরাজের পুত্র। তার বিরুদ্ধে ইতোপূর্বে রাউজান থানায়  চাঁদাবাজি, অপহরণসহ ৪ টি মামলা রয়েছে।

৩১ আগস্ট (রবিবার)  বেলা ১২ ঘটিকায় রাউজান থানায় এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে  এসব তথ্য তুলে ধরেন রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন। এ সময় রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া, রাউজান থানার তদন্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন দেওয়ান উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, গত শনিবার বিকাল সাড়ে ৩ টায় রাউজান থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে উপ-পরিদর্শক (নিরস্ত্র) খোরশেদ আলম সঙ্গীয় অফিসার-ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহাম্মদ রাজু প্রকাশ মিন্টুকে (২৫) গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি মতে তার ভাড়া বাসা হতে ১টি যুক্তরাষ্ট্রের তৈরী বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন, ৭রাউন্ড গুলি এবং একটি অস্ত্রের কাঠের বাট উদ্ধারপূর্বক জব্দ করা হয়। নিজ বাসায় রাখা এসব অস্ত্রের বৈধ কোন লাইসেন্স দেখাতে পারেনি মোহাম্মদ রাজু প্রকাশ মিন্টু। রাউজান থানা সূত্র জানায়,  আসামী মোহাম্মদ রাজু প্রকাশ মিন্টু এলাকার অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ৪টি মামলা রয়েছে। তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় রাউজান থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) খোরশেদ আলম বাদী হয়ে রাউজান থানায় অস্ত্র আইনে মামলা রুজু করেন।রাউজান থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, গ্রেফতারকৃত মোহাম্মদ রাজু প্রকাশ মিন্টু একজন চিহ্নিত সন্ত্রাসী। তার কাছ থেকে অবৈধ বিদেশি পিস্তল উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং অস্ত্র আইনে মামলা রুজুর পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।  ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া আরো বলেন, এলাকার শান্তি শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে অভিযান নিয়মিত চলমান থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট