রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের উত্তর গুজরা গ্রামে মোহাম্মদ নাছির উদ্দীন সড়কের উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। ২২ আগস্ট শুক্রবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উন্নয়নকাজের সূচনা করেন রাউজান থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক উত্তর জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দীন।
এ সময় উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, মোহাম্মদ লোকমান, মোহাম্মদ হারুন, আবু সুফিয়ান, মোহাম্মদ জাবেদ, রাজু দত্ত, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ ডালিম, গনেস দত্ত, নয়ন দত্ত ও লাভলু বড়ুয়া প্রমুখ।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ রিয়াজ।
রাউজান থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক উত্তর জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দীন বলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য, সাবেক রাষ্ট্রদূত ও সাংসদ এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আকবর খোন্দকারের সহযোগিতায় বেশকিছু পরিবারের দুর্ভোগ লাগব হয়েছে। এজন্য এলাকাবাসীর পক্ষ থেকে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।