1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীর সাধনপুর ইউনিয়নে দুর্গা পূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লোহাগাড়ায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে বস্ত্র বিতরণ বাঁশখালীতে পূজা উদযাপন পরিষদের সাথে কালীপুর ইউনিয়ন বিএনপির মত বিনিময় লোহাগাড়ার সন্তান, ব্যাংকার মোজাহিদ হোসাইন পেলেন আইডিএবি এক্সিলেন্স অ্যাওয়ার্ড বাঁশখালীতে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান ধর্ম উপদেষ্ঠার বাঁশখালীতে প্রতিমালয় পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার ওমানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে অনুষ্ঠিত হয় দোয়া ও মিলাদ মাহফিল লোহাগাড়ায় ১০ বছর বয়সী শিশু তানীম ১ বছরে কুরআনে হাফেজ হয়ে সংবর্ধিত বাঁশখালীতে দুর্গাপূজার প্রতিমা তৈরি কারখানা পরিদর্শনে উপজেলা প্রশাসন

লোহগাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন

  • প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

লোহাগাড়া প্রতিনিধি:চট্টগ্রামের লোহাগাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে “অভয়াশ্রম গড়ে তুলে,দেশি মাছে দেশ ভরি” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে উদ্বোধন করা হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। মঙ্গলবার(১৯ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সপ্তাহব্যাপি জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি,উপজেলা পুকুরে পোনামাছ অবমুক্ত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম এর সঞ্চালনায়, মৎস্য কর্মকর্তা মোঃ তৌসিব উদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য সপ্তাহ শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল আলম, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী। বক্তব্য রাখেন শিক্ষক আজম খান,জাহেদুল ইসলাম, সাদেকুল মাওলা ও ফরিদ আহমদ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, একটা প্রবাদ আছে, আমরা মাছে ভাতে বাঙালি। মাছ শুধু পুষ্টির যোগানই নয়, এটি দেশের অর্থনীতির অন্যতম ভরসা। খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান এবং বৈদেশিক মুদ্রা অর্জনে মৎস্য খাত অগ্রণী ভূমিকা রাখছে। তারা আরোও বলেন, সরকারের ঘোষিত ‘অভয়াশ্রম গড়ে তুলে, দেশী মাছে দেশ ভরি’-প্রতিপাদ্যে প্রতিটি পরিবার ও উদ্যোক্তাকে এগিয়ে আসতে হবে। এ খাতকে আরও সম্প্রসারিত করতে হলে পরিত্যক্ত পুকুর,দিঘী,খাল পুনঃখনন, উন্নত মানের পোনা সরবরাহ বৃদ্ধি ও বাজার ব্যবস্থাপনা উন্নত করা জরুরি। তাই জলাশয় সুরক্ষায় সমাজের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। পুকুর, দীঘিসহ নানান জলাশয় ভরাটের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোথাও জলাশয় ভরাটের তথ্য পেলে সম্মিলিতভাবে প্রতিবাদ ও প্রশাসনকে অবহিত করার দায়িত্ব কিন্তু প্রতিটি নাগরিকের।

উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অধিদপ্তরের(FA) ইয়াব মাহবুব মুছাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মৎস্যজীবীবৃন্দ। অনুষ্ঠান শেষে উপজেলার ৩ জন সফল মৎস্য চাষীদের হাতে অতিথিদ্বয় পুরস্কারসহ ক্রেস তুলেদেন। তারা হলেন, জহিরুল কবির, ফরিদ আহমদ ও মো: রেজাউল বাহার।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট