মোহাম্মদ এরশাদ বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি:চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের দক্ষিণ সাধনপুর তালুকদার পাড়া থেকে গভীর রাতে একটি গরু চুরির ঘটনা ঘটেছে।স্থানীয় মাইনুদ্দিনের বাড়ির গোয়াল ঘর থেকে চোরেরা ৩টি গরু চুরি করে নিয়ে যায়।চুরি হওয়া গরুগুলোর মধ্যে ২টি ব্রাউন কালার আর গলায় হালকা কালো এবং একটি সাদা কালো ফার্মের।যার বর্তমান বাজার মূল্য ৩ লক্ষ ২০ হাজার টাকা।
ভুক্তভোগী মাইনুদ্দিন জানান,শুক্রবার দিবাগত রাতে আমার তিনটি গরু প্রতিদিনের মত গোয়াল ঘরে বেধে রেখে পরিবারের সদস্যরা খাওয়া দাওয়া শেষে যার যার ঘরে ঘুমিয়ে পড়ি।সকলে ঘুমতে উঠে গোয়ালের ভিতরে গিয়ে দেখি আমার ৩টি গরু নেই।পরে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এসে সবাই খোজাখুজি করি।একপর্যায়ে গরু আর পাইনা।এতে আমার প্রায় ৩ লক্ষ ২০ হাজার টাকা ক্ষতি হয়েছে।
গরু চুরির এমন ঘটনায় এলাকার কৃষি নির্ভর পরিবারগুলোতে আতঙ্ক বিরাজ করছে।এলাকার মানুষ তাদের গরুর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। পুলিশ ও স্থানীয় প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।