মোহাম্মদ এরশাদ বাঁশখালী চট্টগ্রাম:বাঁশখালীতে সেনাবাহিনীর অভিযানে এক ভারতীয় নাগরিকসহ ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের কাছ থেকে একটি অবৈধ ফিশিং ট্রলার, মাছধরার জাল জব্দ করার পাশাপাশি বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। গতকাল (১২ আগস্ট) মঙ্গলবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও কোস্টগার্ড যৌথ অভিযান পরিচালনা করে বাঁশখালী উপজেলার শেখেরখীল ফাঁড়ির মুখ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন-ভারতীয় নাগরিক পন্ডিত বিশ্বাস (৩৮)
পিতাঃ স্ববল বিশ্বাস,
কাকদ্বীপ, পশ্চিমবঙ্গ, কলিকাতা। ভারত। নাথন বিশ্বাস (৫০), পিতা, বাদল বিশ্বাস, গ্রাম, দক্ষিণ কানমাড়ি, মওলা পাড়া, ৯নং ওয়ার্ড, পোস্ট, চিলাবাজার, উপজেলা, মংলা, জেলা, বাগেরহাট। অমল চন্দ্রখালী (৪০), পিতা, মৃত অনিলা চন্দ্রখালী, গ্রাম, কালি বিল, পোস্ট, মুন্সিরহাট, উপজেলা, পাথরঘাটা, জেলা, বরগুনা এবং আকাশ বিশ্বাস (৩৪) পিতা, দিলীপ বিশ্বাস, গ্রাম, জেঠুয়া বাজার, পোস্ট, প্রেমবাজার, উপজেলা, তালা, জেলা, সাতক্ষীরা।
সেনাবাহিনী ও কোস্ট গার্ড সূত্র জানায়, গোয়েন্দা তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২ টা থেকে রাত সাড়ে ৩ টা পযর্ন্ত সেনাবাহিনীর বাঁশখালী উপজেলায় দায়িত্বরত ইনচার্জ ক্যাপ্টেন সালেহ্ মোহাম্মদ নূরুল ওয়াহ্হাব (২৮ মিডিয়াম) এর নেতৃত্বে উপজেলার শেখেরখীল ইউনিয়নের ফাঁডির মুখ মির্জিডিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবাসহ নগদ টাকা, অবৈধ মাছধরার ফিশিং ট্রলার, নেট জাল জব্দ করা হয়। এসময় একজন ভারতীয় নাগরিকসহ ৪ জনকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, ভারতীয় নাগরিক পন্ডিত বিশ্বাস বিগত দুই বছর ধরে বাংলাদেশে বসবাস করে আসছেন। অধিকাংশ সময় বরগুনা জেলায় জাল বুনার কাজ করেন। বিগত ১০-১২ দিন ধরে সে বাঁশখালীর সেখেরখীল মির্জিড়িপাড়া এলাকায় জাল বুনার কাজ করে আসছিলেন। সে প্রতি ২০ থেকে ২৫ দিন পর পর বাংলাদেশ থেকে ভারতে যাওয়া আসা করত এবং বিগত ১০ দিন আগে তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে বলে জানান সেনাবাহিনী।জব্দ করা মালামাল গুলো হচ্ছে, আনুমানিক ২০ থেকে ২৫ লক্ষ টাকার ০৭টি টলিং জাল, নগদ ৭৩ হাজার টাকা, ৩৪ পিস ইয়াবা, ১০ গ্রাম গাজা এবং একটি পাসপোর্ট।
০১৮৮৪৭৫২০৫৫