1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়া ট্রমা সেন্টারে যুক্ত হলো ডিজিটাল এক্স-রে মেশিন লোহাগাড়ায় যুবলীগ নেতা ও গ্রাম পুলিশের নেতৃত্বে অবৈধভাবে বালু উত্তোলন চুয়েট ও ভেনচুরাস লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর রাউজানের নোয়াপাড়ায় জেলা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিদেশি আগ্নেয়াস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার-২ লোহাগাড়া জার্নালিষ্ট এসোসিয়েশন’র কমিটি গঠন বোয়ালিয়া খাল রক্ষা কমিটির আত্নপ্রকাশ- সাংবাদিকদের সাথে মতবিনিময় সাতকানিয়ায় প্রয়াত সুনীল কান্তি দাশ’র আত্মার শান্তি কামনায় বিশেষ সৎসঙ্গ ও স্মরণসভা অনুষ্ঠিত সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পটিয়ায় অবৈধ গ্যাস ক্রস ফিলিং কারখানায় অভিযান সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক সাতকানিয়া’য় কবি আসাদ বিন হাফিজ মেধাবৃত্তি ২০২৫ অনুষ্ঠিত

বাঁশখালীতে কৃষককে মারধরের অভিযোগ উঠেছে বন কর্মকর্তার বিরুদ্ধে

  • প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

মোহাম্মদ এরশাদ  বাঁশখালী প্রতিনিধি:চট্টগ্রামের বাঁশখালীতে এক নিরীহ কৃষক ও তাঁর স্ত্রীকে মারধর করার অভিযোগ উঠেছে অঞ্জন বিশ্বাস নামের এক বন বিট কর্মকর্তার বিরুদ্ধে।গত (৬ আগষ্ট)বুধবার সন্ধ্যায় উপজেলার পুইছড়ি ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড পূর্ব ছালিয়া পাড়াস্থ ফরেস্ট অফিসের এরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

মারধরের শিকার ওই কৃষকের নাম সিরাজুল ইসলাম, স্ত্রী বুড়ি তারা বাঁশখালী উপজেলার পূইছড়ি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা।অভিযুক্ত বন কর্মকর্তার নাম অঞ্জন বিশ্বাস তিনি পুঁইছড়ি
ফরেস্ট অফিসের বন বিট কর্মকর্তা।

স্থানীয় সূত্রে জানা যায়,স্থানীয় গরীব কৃষক সিরাজুল ইসলাম তার পানের বরজে কাজ সেরে বাড়ি ফিরছিলেন।পথিমধ্যে ৩-৪ জন মোটরসাইকেল আরোহী এসে নিজেদের বন বিভাগের পরিচয় দিয়ে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। কোনো কিছু বোঝার আগেই তারা তাকে কিল-ঘুষি মারতে শুরু করে। এক পর্যায়ে মেরে মাটিতে লুটে ফেলে।পরে স্ত্রী খবর পেয়ে স্বামীকে উদ্ধার করতে গেলে স্ত্রী কেউ মারধর করে বিবস্ত করে মাটিতে ফেলে যাই।আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা হাসপাতালে নিয়ে আসে।স্থানীয় আরও কয়েকজন জানান, বন বিট কর্মকর্তার কাছের স্থানীয় কিছু সুবিধাভোগী লোকজন বন কর্মকর্তা থেকে বড় অংকের টাকা নিয়ে ঘটনাটি ধামাচাপ দেওয়ার লক্ষ্যে ভুক্তভোগী পরিবারকে উল্টো হুমকি দিচ্ছে বলে জানান এবং ওই লোকগুলোর মাধ্যমে গাছ বিক্রি,স্বজন প্রীতি,অন্যায় ভাবে নিরিহ মানুষকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো তার এক মাত্র কাজ।প্রতিনিয়ত এ বন বিট কর্মকর্তার নির্যাতনে ফুসে উঠে স্থানীয়রা।স্থানীয়দের দাবি বিষয়টির নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি।

ভুক্তভোগী সিরাজুল গণমাধ্যমকে জানান,তিনি বন বিভাগের পুঁইছড়ি বিট কর্মকর্তা অঞ্জন বিশ্বাসের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। তিনি প্রশ্ন তোলেন, একজন সরকারি কর্মকর্তা কীভাবে আমিসহ আমার স্ত্রীকে বিবস্ত করে প্রকাশ্যে মারধর করতে পারেন।আমাদের উপর হওয়া ঘটনাটি যাতে সঠিক তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে এই বন বিট কর্মকর্তাকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।যাতে করে আমাদের মত আর কোন অসহায় মানুষকে এমন নির্যাতনের শিকার হতে না হয়।

এই প্রতিবেদক এ বিষয়টি জানতে বন বিট কর্মকর্তা অঞ্জন বিশ্বাস অফিসে গেলে তাকে না পেয়ে,পরে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে কথার শুরুতে তিনি বলে উঠেন ভাই আপনারা বেড়াতে এসেছেন শুনতে পেয়ে আমি স্থানীয় তানভীরকে আপনাদের জন্য গিফট পাঠিয়েছি।প্রতিবেদক বলেন আপনি এই সব কি বলেন বলতে বন বিট কর্মকর্তা নিরব হয়ে যায় ।ভাই কোথায় আছেন আপনি আমরা আপনার অফিসে এসেছি কৃষক মারধরের বিষয়টি জানতে।তিনি বলেন আমি পাহাড়ে এসেছি আসতে দেরি হবে।আপনারা চারটার দিকে আসেন আমি এই মূহুর্তে আসতে পারবো না বলে অভিযোগ অস্বীকার করে বলে উঠেন আমি মারধর করিনি।সে পাহাড়ে বাঁশ কাটতেছে আমাকে দেখতে পেয়ে হঠাৎ মাথা ঘুরিয়ে অসুস্থ হয়ে মাটিতে পড়ে গেছে আমি নিজেই তাকে হাসপাতালে নিয়ে যায় এবং চিকিৎসার ব্যবস্থা করেছি বলে জানান।আর যে ঘটনার জন্য আপনাদের এনেছে সেই ঘটনাটি তানভীরসহ স্থানীয়দের মধ্যস্থতায় ঘটনাটি মীমাংসা হয়ে গেছে। কত টাকায় মীমাংসা হয়েছে জানতে চাইলে তিনি বলেন তানভীর এর কাছ থেকে জেনে নিতে পারেন বলে জানান বন বিট কর্মকর্তা অঞ্জন বিশ্বাস।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট