মোহাম্মদ এরশাদ বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি:চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার ফ্রেন্ডশিপ সোসাইটির উদ্যোগে এসএসসি -দাখিল পরীক্ষায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠিত হয়। শনিবার (৯ আগস্ট) বিকেলে বাঁশখালী সরকারী আলাওল কলেজ হলরুমে ফ্রেন্ডশিপ সোসাইটির প্রধান পৃষ্ঠপোষক সাবেক পৌর মেয়র আলহাজ্ব কামরুল ইসলাম হোসাইনীর সভাপতিত্বে অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, জেলা ও দায়রা জজ রাঙ্গামাটি মাহবুবুর রহমান, চট্টগ্রামস্থ অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট মেডিসিন ডা.মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, সরকারি আলাওল কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ফজলে এলাহী, সমাজ সেবক ও শিক্ষানুরাগী মোঃ জাকির হোসেন সহ-সভাপতি জাহাঙ্গীর আলম,তাফহিমুল হিমু,আতিক মানিক,আমিনুর রহমান,ইউছুফ,রিফাদুল ইসলাম,মো শোয়াইবসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
ফ্রেন্ডশিপ সোসাইটির পৃষ্ঠপোষক এন এম নাছির উদ্দীনের সংঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, জলদী হোসাইনীয়া কামিল মাদ্রাসার ইসলামি ইতিহাস প্রফেসর আনোয়ারুল আজিম, উপদেষ্টা আজগর হোসেন, শামসুল ইসলাম প্রঃ হেলাল উদ্দিন মুন্সি, ফ্রেন্ডশিপ সোসাইটির মুখপাত্র জিয়াউল হাসান হোসাইনী, মোঃ কফিল উদ্দীন, ফ্রেন্ডশিপ সোসাইটি সভাপতি ওসমান গনি মুজাহিদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ রিদুয়ান, রায়ছটা -প্রেমাশিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম, পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এহসানুল হক মিলন, শেখেরখীল দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুস সত্তার।
উপস্থিত ছিলেন, ফ্রেন্ডশিপ সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা হাবিবুর রহমান, তথ্য ও মিডিয়া সেলের প্রধান সাংবাদিক জসিম উদ্দিন, বিএনপি নেতা মফিজুর রহমান, বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক আমির হোসেনসহ বাঁশখালীর বিভিন্ন স্কুল- মাদ্রাসা থেকে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দ।