আনোয়ারা প্রতিনিধি:আনোয়ারা উপজেলায় ইয়াবা জালালকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। ৩০ জুলাই সন্ধ্যায় পারকী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ইয়াবা ব্যবসা করে অবৈধ সম্পদ অর্জনের দায়ে দুর্ণীতি দমন কমিশনের (দুদক) মামলা রয়েছে।
জানা যায়, সারাদেশে চলমান অভিযানের অংশ হিসেবে আনোয়ারা রাঙ্গাদিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ৩০জুলাই সন্ধ্যায় পারকী বাজার এলাকায় অভিযান চালিয়ে আওয়ামীলীগ নেতা ইয়াবা জালালকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়,জালালের বিরুদ্ধে থানায় ইয়াবা চালানসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ইয়াবা ব্যবসা করে অবৈধ সম্পদ অর্জনের দায়ে দুদকেরও একটি মামলা রয়েছে।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন ইয়াবা জালালকে গ্রেপ্তারের কথা স্বীকার করে বলেন, আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে জেলহাজতে প্রেরণ করা হবে।