মোহাম্মদ এরশাদ বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি: ভিন্নধর্মী আয়োজনে বাঁশখালীতে শিক্ষার্থীদের পাশে জেলা প্রশাসকচট্টগ্রামের বাঁশখালী উপজেলায় নারী শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে “স্বাস্থ্যই শক্তি, স্বপ্নেই গতি, সাহসেই সাফল্য” শীর্ষক আলোচনা সভা।মঙ্গলবার (২৯ জুলাই) বিকাল ৫টায় বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই আলোচনা সভা ও জয়ীতা কর্ণার এবং ভেন্ডিং মেশিনের উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম।আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, “তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের হাত ধরেই এগিয়ে যাবে বাংলাদেশ। আগামীতে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে তোমরাও আমাদের এই চেয়ারে বসার যোগ্যতা অর্জন করবে।
বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামশেদুল আলম, একাডেমিক সুপারভাইজার এয়ার মোহাম্মদ, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শওকতুজ্জামান, নাপোড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, রায়ছড়া প্রেমাশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, চাম্বল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাজীব কুমার দাশ, সিনিয়র শিক্ষক অঞ্জন চক্রবর্তী, মাওলানা মোঃ ওসমানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
আলোচনা সভায় অংশগ্রহণকারীরা শিক্ষার্থীদের সচেতনতা, আত্মবিশ্বাস এবং নেতৃত্বদানের মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।