নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) :আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৬ রাউজান সংসদীয় আসনে ধানের শীষ প্রতীক বরাদ্দের চিঠি পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনয়নপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত দলীয় প্রতীক বরাদ্দের চিঠিটি সোমবার, ১৯ জানুয়ারি দুপুরে চট্টগ্রাম জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নিকট এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা এস এম রাহাতুল ইসলামের নিকট জমা দেন পৃথক দুটি প্রতিনিধি দল।রাউজানে দলীয় প্রতীক বরাদ্দের চিঠি জমাদানের সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা ফয়েজুল ইসলাম চৌধুরী টিপু,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি বিএনপি নেতা আবদুল মান্নান মনি,বিএনপি নেতা আবু হানিফ চম্পা,বিএনপি নেতা হেলাল উদ্দিন,উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল খান,উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন,উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য মুহাম্মদ আলমগীর,দিদারুল ইসলাম,আহমেদ সুকান।এর আগে নগরীতে প্রতীক বরাদ্দের চিঠি জমাদানের সময় উপস্থিত ছিলেন আবু জাফর চৌধুরী,নুরুল হুদা চেয়ারম্যান,ফিরোজ মেম্বারসহ ৫ জনের প্রতিনিধি দল।প্রতীক বরাদ্দের চিঠি জমাদানের পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন,সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা ফয়েজুল ইসলাম চৌধুরী টিপু।