রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই স্কোয়াড কর্তৃক আয়োজিত
২য় বারের মত ডে অলিম্পিক ফুটবল টুর্ণামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
১৭ জানুয়ারি শনিবার রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই দক্ষিণ কুল ছৈয়দুল হক শাহ্ (রহঃ) এর পুরাতন বাড়ী সংলগ্ন মাঠে এলাকাবাসী ও প্রবাসীবৃন্দের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজউদ্দৌলা।
উদ্ভোধক ছিলেন রাউজান উপজেলা যুবদলের সাবেক সহ সভাপতি, বিএনপি নেতা মোহাম্মদ ফরিদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন আজম ট্রেডার্সের স্বত্বাধিকারী আজম চেয়ারম্যান, ৫ নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক, প্রবাসী মোহাম্মদ হারুন।
টুর্ণামেন্টে ৩২ টি টিম অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় মাইজপাড়া একতা সংঘ ট্রাইব্রেকারে ইসলামপুর আইএস ফাইটারকে পরাজিত করে। আয়োজক কমিটির কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ তানভীর হোসেন, মোহাম্মদ মুরাদ, মোহাম্মদ সাইমন, মোহাম্মদ মানিক, মোহাম্মদ রিদুয়ান,মোহাম্মদ কাউসার, মোহাম্মদ হৃদয়, মোহাম্মদ সাকিব।