বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:চট্টগ্রামের বোয়ালখালীর বেঙ্গুরায় আলহাজ্ব এয়াকুব চৌধুরী স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৩নং ওয়ার্ড বেঙ্গুরা খাজানগর এলাকায় বেঙ্গুরা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। টুর্ণামেন্টে মোট ১৬ টি দল অংশ নেয়।
ফাইনাল ম্যাচে বেঙ্গুরা চৌধুরী ফাউন্ডেশনের সাথে ইমামুল্লারচর ব্রাদার্স ওয়ারিয়ার্স প্রতিদ্বন্দিতা করে ১-০ গোলে চৌধুরী ফাউন্ডেশন চ্যাম্পিয়ন হয়।
বেঙ্গুরা ক্রীড়া সংস্থার সভাপতি মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনতা ব্যাংক লিমিটেডের বন্দর পোর্ট কর্পোরেট ব্রাঞ্চের ম্যানেজার মো. কুতুব উদ্দিন চৌধুরী।
বেঙ্গুরা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন, সহ সভাপতি শাওন অর রশিদ চৌধুরী, মো. আজিজুল হাকিম চৌধুরী তারেক, মো. আলাউদ্দিন মির্জা, মো. বাপ্পী চৌধুরী, মো. জসিম, পারভেজ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন সংস্থার সহ সাংগঠনিক সম্পাদক মো. নয়ন, ক্রীড়া সম্পাদক মো. রিয়াদসহ অন্যান্য সদস্যরা। ম্যাচ পরিচালনা করেন মো. ফারুক।
ফাইনালে বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি এবং নগদ ১০ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ট্রফি ও নগদ ৬ হাজার টাকা পুরস্কার প্রদান করেন অতিথিরা।
স্থানীয় ক্রীড়ামোদী তরুণ- যুবকদের পাশাপাশি বিপুল সংখ্যক দর্শক এ টুর্ণামেন্ট উপভোগ করেন।