আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ওমান শাখার উদ্যোগে একটি প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সভায় প্রবাসে বিএনপির সাংগঠনিক প্রস্তুতি জোরদার, নেতাকর্মীদের দায়িত্ব বণ্টন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, ঐক্যবদ্ধ ও সুসংগঠিতভাবে কাজ করলে প্রবাস থেকেও দলীয় আন্দোলন ও নির্বাচনী কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।
অনুষ্ঠানটি মোহাম্মদ আরিফের সহযোগিতায় সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়। এতে ওমান বিএনপির পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।