মোহাম্মদ এরশাদ বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী ডিগ্রি কলেজ জামে মসজিদ পুন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি)বাদে জুমা বাঁশখালী ডিগ্রি কলেজ মসজিদে উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সর্ব শ্রেণি পেশার সুধীজন শিক্ষক রাজনৈতিক নেতৃবৃন্দ সহ গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাঁশখালী ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট আশরাফ হোসাইন চৌধুরী রাজ্জাক।
এসময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবু ইউসুফ চৌধুরী,বিশিষ্ট চিকিৎসক ডাক্তার ফারুক আহমেদ, বাঁশখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফারুক, বাঁশখালী ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের সদস্য এম আব্দুল হক, ডাক্তার আমজাদ,চৌধুরী মহিউদ্দিন,কোকদন্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি নজরুল ইসলাম,বাঁশখালী উপজেলা বিএনপি নেতা মো:জসিম উদ্দিন,বাঁশখালী ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের সদস্য রাশেদুল ইসলাম চৌধুরী জুয়েল,আনোয়ার, কালীপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক সোয়াইবুল ইসলাম কায়েস,কলেজ পরিচালনা পরিষদের সদস্য নুর আহমদ,কালীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব রবিউল হোসেন শাপলা,নাজমুল হোসেন সোহেল,ইসলামুল হক মাসুদ,আজিম উদ্দীন শিবলু,বাহাদুর,হেলাল প্রমুখ।
মসজিদের ভিত্তিপ্রস্তর ও দোয়া মোনাজাত পরিচালনা করেন বাঁশখালী ডিগ্রি কলেজ জামে মসজিদের খতীব।