নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) :বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র আত্মার মাগফেরাত কামনায় চট্টগ্রামের রাউজানে দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
৪ জানুয়ারি রবিবার সকাল ১১ ঘটিকায় রাউজান গহিরাস্থ গোলাম আকবর খোন্দকারের বাসভবন চত্বরে রাউজান উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক সাংসদ ও রাষ্ট্রদূত গোলাম আকবর খোন্দকার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনীতির দর্শন ছিল এ দেশের আপামর জনতার কল্যাণ নিশ্চিত করা। তিনি গণমানুষের অবিসংবাদিত নেত্রী হিসেবে নিজেকে তুলে ধরতে পেরেছিলেন। বেগম খালেদা জিয়ার নীতি, আদর্শ ধারণ করে দলের নেতা-কর্মীদেরকে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার আহবান জানান গোলাম আকবর খোন্দকার।
তিনি আরো বলেন, প্রতিহিংসার রাজনীতি পরিহার করে রাউজানের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আগামীর সুন্দর রাউজান বিনির্মাণে কাজ করতে হবে।
শোক সভায় উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের চেয়ারম্যান ব্যারিস্টার তারেক আকবর খন্দকার। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসিম পৌর বিএনপির সভাপতি আবু আহম্মদ সাধারণ সম্পাদক ইফতেখার আহম্মদ চৌধুরী।
দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা সেলিম উদ্দিন।
শোকসভা ও দোয়া মাহফিলে উপজেলা, পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ ছাড়াও রাউজানের ১৪ টি ইউনিয়ন, পৌরসভার ৯টি ওয়ার্ডের নেতৃবৃন্দ অংশ নেন।