হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার (কক্সবাজার): মহেশখালী উপজেলার প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় এতিমখানা, অসহায় ও শীতার্ত মানুষদের মাঝে কম্বল, চাদর ও শীতের জামা বিতরণ করেন ।
বৃহস্পতিবার (০১ জানুয়ারী) ২০২৬ইং বিকালে স্থানীয় বিভিন্ন এলাকা পরিদর্শন করে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) এ বিতরণ সম্পন্ন করেন ।
উপজেলা নির্বাহী অফিসার ইমরান মাহমুদ ডালিম বলেন, শীত মৌসুমে সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘব করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। শীত যতদিন থাকবে, ততদিন অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।
সহকারী কমিশনার(ভূমি)মোঃ আবু জাফর মজুমদার বলেন, শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে স্থানীয়ভাবে দরিদ্র ও শীতার্ত মানুষদের অগ্রাধিকার দেওয়া হয়।
শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং প্রশাসনের এ মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানান।