এমএ হামিদ: আজ ২৭ ডিসেম্বর শনিবার দুপুরে ১২.৩০ টায় উপজেলার নলুয়া এলাকায় অবস্থিত সোনার বাংলা ব্রিক ফিল্ডে কৃষি জমির মাটি কাটার অভিযোগে উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। অভিযানে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান। অভিযানে সার্বিক সহায়তা প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যবৃন্দ।
অভিযানে আরও সহায়তা করেন সেনাবাহিনীর টহল দল, যারা আইনশৃঙ্খলা রক্ষা ও অভিযান সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
উপজেলা প্রশাসন জানায়, অবৈধভাবে কৃষি জমির মাটি কাটা ও পরিবেশ বিধ্বংসী কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসন সাতকানিয়া জনস্বার্থে কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
