নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম):চট্টগ্রামের রাউজানে সড়ক দুঘটনায় কলেজছাত্র জাবেদ আলম নিহতের পর ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধসহ নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় জনসাধারণ। ২৭ ডিসেম্বর শনিবার সকালে রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের আমীরহাট বাজারে হাফেজ বজলুর রহমান সড়কের পাশে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। সর্বস্তরের জনসাধারণের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বিএনপি, আহলে সুন্নাত ওয়াল জামাত, গাউসিয়া কমিটি, গফুর শাহ (রা.) নবীন সংঘ এয়াছিন নগর সেভেন স্টার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশগ্রহণ করেন। এসময় আমরা আর কোন জাবেদকে হারাতে চাইনা, সড়কে হত্যার বিচার চাই, পথ যেন হয় শান্তির মৃত্যুর নয়, সড়কের শৃঙ্খলা আনুন, জীবন বাচারসহ নানা লেখা সম্বলিত প্ল্যাকার্ড শোভা পায় মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে। গফুর শাহ নবীন সংঘের সাধার সম্পাদক মাওলানা রাশেদ রেজার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখের সমাজসেবক গিয়াস উদ্দিন সিকদার। প্রবীণ রাজনীতিবীদ সৈয়দ কামাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজনীতিবীদ নরুল ইসলাম, মুরশেদ রেজা, আলমগীর হোসেন, ইঞ্জিনিয়ার মো. ইলিয়াস, গফুর শাহ নবীন সংঘের সভাপতি সৈয়দ আহমদ রেজা, সাংবাদিক দিদারুল আলম, গাউছিয়া কমিটির সভাপতি শাহ আলম, সেভেন স্টার পরিষদের সংগঠক মুহাম্মদ মারুফ উদ্দিন রানা, সড়ক দুর্ঘটনায় নিহত কলেজছাত্র জাবেদ আলমের বড় ভাই মুহাম্মদ জাহেদ আলম। এসময় উপস্থিত ছিলেন জিয়াউল কাদের আলিফ, আসিফ তানভীর, মুহাম্মদ ইসমাইল হোসেন, মুহাম্মদ শারুফ, মনির উদ্দিন, আবু নাছের, তানজিদ মুস্তাফা, সাগর, শাফিন, সাকিব, আজিজ খান, সাবের, শাহেদ, আপ্পান, মাসুম। মোনাজাত পরিচালনা করেন রাশেদ রেজা। মানবন্ধন শেষে সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত জাবেদ আলমের কবর জেয়ারত ও পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।