নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম):নোয়াজিষপুর ইউনিয়নে নারীদের নিয়ে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য ও বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী।
শনিবার দুপুরে ফতেনগর অদুদিয়া ফাজিল মাদ্রাসার হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নোয়াজিষপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নারী নেত্রী ও কর্মীরা অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেন, সামনে একটি গুরুত্বপূর্ণ ভোট রয়েছে। এই সমাজে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। মানুষ যেন রাতে শান্তিতে ঘুমাতে পারে—এটাই আমাদের প্রত্যাশা। তিনি আরও বলেন, অরাজকতা ও একতরফাভাবে মানুষের বাকস্বাধীনতা রোধ করে কেউ কোনো কিছু আদায় করতে পারে না।
তিনি নারীদের ঐক্যবদ্ধ হয়ে শান্তিপূর্ণ সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেত ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা, বিএনপি নেতা আবু জাফর চৌধুরী, সেলিম উদ্দিন প্রমুখ।