বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে একটি বেসরকারি ক্লিনিকের প্রাইভেট চেম্বারে যৌন নিপীড়নের অভিযোগে ডা. মো. নাসিম উদ্দীন (৪০) নামে এক চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী এক নারী।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বোয়ালখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় এ মামলা দায়ের করেছেন।
অভিযুক্ত চিকিৎসক ডা. নাসিম উদ্দিন (বিএমডিসি রেজি নং এ-৭৪৩৯২) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত আছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১২ ডিসেম্বর রাত ৮টার দিকে পৌরসভার গোমদণ্ডী ফুলতল এলাকার বোয়ালখালী জেনারেল হাসপাতালের প্রাইভেট চেম্বারে অভিযুক্ত চিকিৎসকের কাছে ওই নারী তার বৃদ্ধ শ্বশুরকে নিয়ে যান। এ সময় শ্বশুরকে চেকআপ করে চিকিৎসক ডা. নাসিম উদ্দিন চেম্বারের বাইরে যেতে বলেন এবং ওই নারীকে ঔষধ বুঝিয়ে দেবেন বলে চেম্বারের অবস্থান করতে বলেন। এরপর ঔষধ বুঝিয়ে দেওয়ার কথা বলে অবাঞ্ছিত প্রশ্ন করতে থাকেন। এর একপর্যায়ে ওই নারীর গায়ে হাত বুলিয়ে শ্লীলতাহানি করেন।
ওই নারী জানান, এসময় ওই নারী তিনি তাৎক্ষণিক চেম্বার থেকে বের হয়ে চলে আসেন। বিষয়টি মানসম্মানের কথা ভেবে কাউকে বলেননি। গত ২২ ডিসেম্বর তার ননদকে ওই চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার কথা বললে তখন এ ঘটনার কথা বলেন। এরপর পরিবারের পরামর্শে এ বিষয়ে মামলা দায়ের করেছেন।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে ভুক্তভোগী নারী বাদী হয়ে এজাহার দায়ের করেছেন। মামলার তদন্ত চলছে। আসামি গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।