রাজিব মজুমদার, মীরসরাই, চট্টগ্রাম: মীরসরাইয়ে সামাজিক সেবামূলক সংগঠন টি এম ওয়েভ ফাউন্ডেশন (টিএমএফ)-এর উদ্যোগে শীতবস্ত্র, বোরো ধান বীজ, শিক্ষাবৃত্তি, কম্পিউটার ও অটিজম শিশুদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) বিকেলে উপজেলার শিকার জনার্দ্দনপুর এলাকায় এই সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়। টি এম ওয়েভ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী দিদারুল আলম শামীমের সভাপতিত্বে এবং সংগঠনের সদস্য হারুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা রহমান লিনা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আনোয়ার, সোশ্যাল ইসলামী ব্যাংক আবুতোরাব বাজার শাখা ব্যবস্থাপক শাখাওয়াত হোসেন চৌধুরী, জনার্দ্দনপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিকাশ নন্দী, জোরারগঞ্জ থানা জামায়াতে ইসলামের বাইতুল মাল সম্পাদক আব্দুল গফুর এবং মীরসরাই উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক নিজামীসহ আরও অনেকে।
অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র, এক হাজার মানুষের মাঝে মোজা, এক শত পরিবারের মাঝে কম্বল, এক শত প্রান্তিক কৃষকের মাঝে বোরো ধানের বীজ বিতরণ করা হয়। এছাড়া শিক্ষাবৃত্তি প্রদান, অটিজম শিশুদের জন্য আর্থিক সহায়তা এবং কম্পিউটার বিতরণ করা হয়।
এসময় বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই টি এম ওয়েভ ফাউন্ডেশনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।