বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি: গত ২৪ ঘন্টায় স্বাভাবিক প্রসবের মাধ্যমে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ টি বাচ্চার জন্ম হয়। এর মধ্যে ২টি পুত্র সন্তান ও ৬টি কন্যা সন্তান। মা ও শিশুরা বর্তমানে সুস্থ আছেন।
রোববার (১৪ ডিসেম্বর) এসব তথ্য জানান বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি।
তিনি জানান, এ হাসপাতালে বিনামূল্যে ডেলিভারি করা হয়। ডেলিভারির পর হাসপাতাল থেকে ১ মাসের ঔষধ সম্পূর্ণ বিনামূল্যে দেয়া হয়। এছাড়া হাসপাতালে ডেলিভারি রোগীদের জন্য অফিস সময়ে হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে সকল পরীক্ষা সরকারি ন্যূনতম খরচে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই করা যায়। প্রয়োজন হলে হাসপাতালেই রয়েছে রক্ত পরিসঞ্চালন ব্যবস্থা।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জানা যায়, ডা. জাফরিন জাহেদ জিতির সার্বিক তত্ত্বাবধানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত সিজারিয়ান ও নরমাল ডেলিভারি চালু আছে। গর্ভবতী রোগীদের বহি: বিভাগে ৪ নং রুমে নিয়মিত চিকিৎসা প্রদান করা হয়। ডেলিভারির আগে গর্ভবতী রোগীদের অবশ্যই এ এনসি রুমে অফিস সময়ে এসে গাইনী বিশেষজ্ঞ দেখিয়ে যেতে হবে বলে জানান ডা. জিতি।