বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা- ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি এবং চট্টগ্রাম- ৮ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহকে সন্ত্রাসীরা গুলিবিদ্ধ করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বোয়ালখালী উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মী সমর্থকরা।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে পৌর সদরে এ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি বুড়ি পুকুর পাড় থেকে শুরু করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এতে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, সদস্য শওকত আলম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ইসহাক চৌধুরী, সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান চেয়ারম্যান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল্লাহ্ চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগর, জেলা বিএনপির সদস্য জাবেদ মেহেদী হাসান সুজন।
সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া যখন দেশে আসার সিদ্ধান্ত নিয়েছেন, ঠিক তখনই হাদিকে বট বাহিনী গুলি করে ভয় দেখানো চেষ্টা করছে। কারা নির্বাচন বানচাল করতে চায়, এদেশের মানুষ জানে। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মাঠে থাকবে, ভোট ও গণতন্ত্র রক্ষায় সকল অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার থাকবে।
দক্ষিণ জেলা বিএনপির সদস্য শওকত আলম বলেন, স্বাধীনভাবে প্রচার- প্রচারণার অধিকার সকল প্রার্থীর রয়েছে। তফসিল ঘোষণার মধ্য দিয়ে দেশের জনগণ ভোটের অধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে। কিন্তু হামলা- ভয়ভীতি সৃষ্টি করে সেই গণতান্ত্রিক অধিকারকে খর্ব করার চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।অস্ত্রধারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
এছাড়া বিএনপি নেতারা হাদির ওপর সশস্ত্র হামলার ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। পাশাপাশি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে নির্বাচন কমিশনের প্রতি কঠোর ভূমিকা রাখার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম, সাবেক সদস্য সচিব নুরুল করিম নুরু, সাবেক যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর, সাবেক যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, জেলা যুবদলের সহ সভাপতি এম জসিম উদ্দিন মেম্বার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন শিকদার, সাবেক বিএনপি নেতা মজিবত উল্লাহ মজু, এসএম তারেক, আক্কাস মেম্বার, মোসলেম মিয়া, আব্দুল আউয়াল মঞ্জু, আজাদ খান, পৌরসভা বিএনপি নেতা আবু আকতার, পৌর যুবদল নেতা মোহাম্মদ লোকমান, দৌলত মিয়া, সায়েম চৌধুরী টিটু, জেলা যুবদল নেতা শহীদুল আলম, জসিম উদ্দিন নিরব, এম, এন করিম, উপজেলা যুবদলের আহবায়ক এসএম রবিউল হাসান ইকবাল, সদস্য সচিব মহসিন খোকন, পৌরসভার যুবদলের আহবায়ক মুহাম্মদ লোকমান, সদস্য সচিব ইব্রাহিম চৌধুরী মানিক, উপজেলা যুবদল নেতা গোলাম হোসেন নান্নু, মহিদুল জিকু, প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ডা. মহসিন খান তরুণ, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আকরাম হোসেন দুলাল, দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরেফিন রিয়াদ, এমদাত আনচারি, মো. ইকবাল, মোরশেদ আলম, দিদারসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও মৎস্যজীবি দলের বিভিন্ন স্তরের নেতৃত্ববৃন্দ।