হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার (কক্সবাজার)মহেশখালী উপজেলার প্রান্তি কৃষকদের সরকারী প্রনোদনা বাস্তবায়নের মধ্য দিয়ে কৃষকদের পাশে দাড়ানোর লক্ষে উপজেলা কৃষি অফিস ২০২৫-২৬ অর্থবছরে বোরো মৌসুমে কৃষি প্রণোদনা বিতরণ করেন ।মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকালে উপজেলা কৃষি কর্মকর্তা গফফারের সভাপতিত্বে প্রনোদনার কর্মসূচির আওতায় মহেশখালী উপজেলায় ৭০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
মহেশখালীর ৮ ইউনিয়ন, ১ পৌরসভায় মোট ৭০০ জন কৃষকের মাঝে উফশী ৪০০ জন, হাইব্রিড ৩০০ জনকে প্রদান করা হয় । সাথে উফশী আওতায় প্রতি কৃষককে ০৫ কেজি উফশী ধান বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার প্রদান করা হয় । হাইব্রিড চাষীদের ০২ কেজি হাইব্রিড বীজ (সার ব্যতীত) প্রদান করা ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম বলেন, প্রান্তিক কৃষকরা বাঁচলে, দেশ বাঁচবে । আমি চেষ্টা করবো আগামীবারে এ প্রনোদনা যেন পরিমান বাড়ানো যায়। আপনাদের যে কোন প্রয়োজনে আমাকে ফোন দিবেন, আমার সম্ভব না হলেও সমাধানের ব্যবস্থা করে দেব ।