নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) :২০২৫-২৬ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে চট্টগ্রামের রাউজানের ৭৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী ও হাইব্রিড জাতের বীজ ও সার বিতরণ করা হয়েছে। রবিবার (৭ ডিসেস্বর) সকাল ১১টায় উপজেলা কৃষি বিভাগীয় প্রশিক্ষণ হলে এ সার ও বীজ বিতরণ করা হয়। রাউজান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাসুম কবিরের সভাপতিত্বে ও উপ- সহকারী কৃষি কর্মকর্তা সনজীব কুমার সুশীলের সঞ্চালনায়, উপ সহকারী কৃষি কর্মকর্তাগণ বক্তব্য রাখেন। প্রণোদনার আওতায় ৩৫০ জন কৃষক-কৃষাণীকে জনপ্রতি ৫:কেজি বীজ, ১০ কেজি ডিএফপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। হাইব্রিড প্রণোদনা হিসেবে ৪০০ জন কৃষক-কৃষাণীকে প্রতি বিঘার জন্য ২ কেজি করে হাইব্রিড বীজ দেওয়া হয়।