নুরুল আমিন (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়ায় দ্বীপ চরতী আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ এলাকাবাসীর ব্যাপক উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ হয়ে ওঠে আনন্দমুখর।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা কুতুব উদ্দিন সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরতী দুরদুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকার বসাক, বিশেষ অতিথি ১নং চরতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডাঃ রেজাউল করিম, বিশিষ্ট শিক্ষানুরাগী মুস্তাকিম ইমন, আরো উপস্থিত ছিলেন মাওলানা আব্দুস সালাম আজাদ,দীপক স্যার,অরুন স্যার, মাস্টার শহীদুল ইসলাম, নুর কুতুবুল আলম, মাওঃ মকবুল আহমাদ, হাজী আব্দুস সালাম, হাফেজ মুহাম্মদ হোসাইন, মাওঃ দেলোয়ার হোসাইন, মোঃ ইদ্রিস,ডাঃ আরিফুল হক চৌধুরী, মোঃ মুস্তাফা মেম্বার, মোঃ আলী কাজেমী, মাওলানা মুহাম্মদ হারুন, মোঃ গিয়াস উদ্দিন, মোস্তাফিজুর রহমান, মাওঃ আইয়ুব আলী, মোঃ মফিজুর রহমান প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে দ্বীপ চরতী আইডিয়াল স্কুলের শিক্ষা-অবদান, শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন এবং নৈতিক ও মূল্যবোধভিত্তিক শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখার প্রশংসা করেন। তারা ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করতে শিক্ষক-অভিভাবক এবং বিদ্যালয়ের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
পরে বার্ষিক ফলাফলে উত্তীর্ণ কৃতী শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি, অধ্যবসায় এবং ভবিষ্যৎ পথচলার দিকনির্দেশনা নিয়ে অতিথিদের অনুপ্রেরণামূলক বক্তব্য শিক্ষার্থী-অভিভাবকদের প্রাণবন্ত করে তোলে। অভিভাবক সমাবেশে শিক্ষার মান উন্নয়ন, শৃঙ্খলা, উপস্থিতি, প্রযুক্তি ব্যবহার এবং বিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। অভিভাবকরা বিদ্যালয়ের প্রতি সন্তুষ্টি প্রকাশ করে আরও উন্নয়নমূলক পরামর্শ প্রদান করেন।