সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলাধীন ১৬ নম্বর কচুয়া ইউনিয়নের ৪ নম্বর খরনা ওয়ার্ডের হতা কচুয়া এলাকায় ৩০ অক্টোবর বৃহস্পতিবার বিশেষ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী।
ক্যাপ্টেন সালমান নাদিমের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে দুইজন ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হলেন, মোঃ ইমন (২২), পিতা – মোঃ নাসির উদ্দীন ও মোঃ সাজ্জাদ হোসেন (২৮), পিতা – ইসাহাক মিয়া। অভিযান চলাকালে তাদের কাছ থেকে ১৫৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের মাদকদ্রব্যসহ পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার বিস্তার ঘটেছিল। সেনাবাহিনীর এই সফল অভিযানে স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।