মোহাম্মদ এরশাদ বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে ওযু করতে গিয়ে সাপের কামড়ে মোতাহেরা (৩৫)নামের এক শিক্ষিকার মৃত্যু হয়েছে।শুক্রবার(১০ অক্টোবর) রাতে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি বাহারছড়া ইউনিয়নের বশিরউল্লাহ বাজার পশ্চিম কুলগ্রামের নুরুন্নবীর স্ত্রী এবং বাহারছাড়াআইডিয়াল প্রি ক্যাডেট স্কুলের শিক্ষিকা ছিলেন।স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়,মাগরিবের নামাজ পড়ার জন্য পুকুরেরঘাটে ওযু করার সময় থাকে সাপ কামড় দেয়।
পরিবারের লোকজন তাকে দেরিতে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অবস্থা সংকটাপন্ন হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, বিষয়টি তিনি শুনেছেন।