লোহাগাড়া প্রতিনিধি, চট্টগ্রাম:চট্টগ্রামের লোহাগাড়ায় সামাজিক সংগঠন "ইসলামী পাঞ্জেরি সংঘ'র" উদ্যোগে আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে উপহার স্বরূপ বস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) উপজেলা আমিরাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ গোলাম নবী হাজির পাড়া এলাকায় সংগঠনের কার্যালয় থেকে এসব বস্ত্র বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা শাখার আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী।
প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা শাখার সেক্রেটারী অধ্যক্ষ আ.ন.ম নোমান।
ইসলামী পাঞ্জেরি সংঘ'র উপদেষ্টা আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমিরাবাদ ইউনিয়ন জামায়াতের আমীর অধ্যাপক মোহাম্মদ হাসান, বটতলী শহর উন্নয়ন কমিটির আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা কাজী নুরুল আলম প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী একটি রাজনৈতিক সংগঠন। জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দরা ভিন্ন ধর্ম ও মতের অনুসারীদের সর্বদা শ্রদ্ধার দৃষ্টিতে দেখে। ভিন্ন ধর্মালম্বীদের নিরাপত্তা ও বিপদে তাদের পাশে দাড়ানোর ক্ষেত্রে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দরা প্রতুশ্রুতিবদ্ধ। আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা আপনাদেরকে একটি বিষয়ে আত্মবিশ্বাসের সহিত আশ্বস্ত করতে চাই, বাংলাদেশ জামায়াতে ইসলামী যেকোনো ধর্মের লোকজনের বিপদে,-আপদে পাশে থাকবে।