মোহাম্মদ এরশাদ বাঁশখালী চট্টগ্রাম:চট্টগ্রামের বাঁশখালীতে সাধনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে " শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক, চারিত্রিক ও আত্নিক উন্নয়ন" এর লক্ষ্যে গভর্নিং বডি, শিক্ষকমন্ডলী, বিদ্যালয়ের ছাত্রী ও অভিভাবকবৃন্দের যৌথ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সাধনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের হলঘর মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার ধরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক মুবিনুর রহমান চৌধুরী।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদ সদস্য ফিরোজ আহমদ,বিদ্যালয়ে সিনিয়র শিক্ষিকা মিসেস আলিয়া বেগম, সিনিয়র শিক্ষক হারাদন দে, জসীমউদ্দীন, উজ্জ্বল দে, মিসেস সুমি দে, ম্যানেজিং কমিটির প্রাক্তন সদস্য আব্দুল হক মেম্বার, সাবেক মেম্বার আব্দুল ওয়াহাব, আবু হেনা, ফজল কাদের, মোহাম্মদ নেসার, আব্দুল আলিম, মাহমুদ, মো ওসমান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শাপলা এবং বিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়াতুল কুবরা, আনিকা আক্তার, শ্রাবণী দেব প্রমুখ আলোচনায় অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে অত্র বিদ্যালয়ের সভাপতি অধ্যাপক মুবিনুর রহমান চৌধুরী বলেন, আপনার সন্তানকে পর্যাপ্ত পরিমাণ সময় দিন। সন্তান বিদ্যালয়ের দৈনিক কি পড়া দেওয়া আছে সেই পড়াগুলো নিয়মিত আদায় করতেছে কিনা?তা নিয়ে আপনি সন্তানের সাথে আলোচনা করুন। এর পাশাপাশি আপনি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সাথে যোগাযোগ রাখুন। আপনার সন্তান নিয়মিত বাড়ির কাজ করে আনতেছে কিনা?সে নিয়মিত পড়ালেখা করে কিনা, এটা খেয়াল রাখা একজন অভিভাবকের দায়িত্ব । এই লক্ষ্যে সপ্তাহে একদিন আপনি বিদ্যালয় এসে ঘুরে যান,তারপর সেই অনুযায়ী আপনার সন্তানকে পড়ার পরামর্শ দিতে থাকবেন। তাহলে দেখবেন সেএকদিন ভালো শিক্ষার্থী হয়ে যাবে।বক্তৃতার শুরুতে তিনি বিদ্যালয় প্রতিষ্ঠায় যাদের অবদান রয়েছে তাঁদের কথা শ্রদ্ধাবরে স্মরণ করেন, বিশেষ করে বিদ্যালয়ের দাতা সদস্য সাবেক মন্ত্রী মরহুম জাফুল ইসলাম চৌধুরীর বিদ্যালয়ে বিভিন্ন অবদান নিয়ে কথা কৃতজ্ঞচিত্রে স্মরণ করে উনা প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।