এরশাদ আলম, লোহাগাড়া:
চট্টগ্রামের সাতকানিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী সংগঠনের মিলন মেলা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি'র আয়োজনে বারদোনা বাহাদির পাড়া সিএনজি স্টেশন এলাকায় অনুষ্ঠিত মিলন মেলা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল ও সাতকানিয়া উপজেলা বিএনপি নেতা ব্যারিস্টার ওসমান চৌধুরী,
প্রবীণ বিএনপি নেতা জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোজাম্মেল হক।
চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য দিদারুল আলম ও উপজেলা ছাত্রদল নেতা আবদুল করিমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিএনপি নেতা এডভোকেট ওমর ফারুক চৌধুরী, চট্টগ্রাম মহানগর ছাত্র দলের যুগ্ম-আহবায়ক মোহাম্মদ আনাছ, সাতকানিয়া সদর ইউনিয়ন বিএনপি নেতা জয়নাল আবেদীন শিবলু, মোহাম্মদ জাবের সহ উপজেলা বিএনপি ও সহযোগী অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।