বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সাতকানিয়ায় বর্ণাঢ্য র্যালি ও বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা, পৌরসভা ও উত্তর সাতকানিয়া সাংগঠনিক ইউনিট বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনসমুহের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সাতকানিয়া উপজেলার কেরানীহাট উত্তর পাশে সাতকানিয়া রিসোর্ট মাঠ থেকে র্যালি শুরু হয়ে সাতকানিয়া মডেল মসজিদে গিয়ে এক জনসমাবেশে রূপ নেয়। র্যালিকে কেন্দ্র করে পুরো এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। অংশগ্রহণকারীরা দলীয় টি-শার্ট, ব্যাজ, ক্যাপ, ব্যানার, ফেস্টুন ও জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে শোভাযাত্রায় অংশ নেন। বিভিন্ন স্লোগানে মুখরিত হয় কেরানীহাট এলাকা।
মিছিল পূর্ব সমাবেশে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক জামাল হোসেন।
তিনি বলেন,“দলীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশে এখন গণজোয়ার সৃষ্টি হয়েছে বিএনপির পক্ষে। আজকের এই দিনটি শুধু একটি তারিখ নয়, এটি আমাদের আত্মপরিচয়ের, গণতন্ত্র পুনরুদ্ধারের শপথের দিন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও বেগম খালেদা জিয়ার সংগ্রামই আমাদের পথ দেখায়।”
তিনি আরও বলেন,“বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতির ক্রান্তিলগ্নে জন্ম নিয়েছিল। শহীদ জিয়াউর রহমান বাঙালির আত্মমর্যাদা ও জাতীয় স্বাধীনতার ভিত্তি তৈরি করেছিলেন। সেই আদর্শে উজ্জীবিত হয়ে আমরা দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে রয়েছি। নিরপেক্ষ নির্বাচন এবং জনগণের ভোটাধিকার আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।”
সমাবেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো ও দলের প্রয়াত নেতাদের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করা হয়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান চেয়ারম্যান। তাঁরা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির ভূমিকা ও ভবিষ্যৎ আন্দোলনকে বেগবান করার আহ্বান জানান।
সমাবেশে আরও বক্তব্য রাখেন-জেলা বিএনপির সদস্য হাজী রফিকুল আলম,নবাব মিয়া, জসিম উদ্দিন আবদুল্লাহ, নূরুল কবির বাদশা, মোস্তাফিজুর রহমান, নুরুল কবির, অধ্যাপক এহসান মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গোলাম রসূল মোস্তাক, হাজী সেলিমুল ইসলাম, উপজেলা বিএনপি র সাবেক যুগ্ম আহ্বায়ক আহমদুল হক সিকদার, জামাল উদ্দিন, এইচ এম রফিক উদ্দিন, সাবেক কমিশনার আবু তাহের বিএসসি, সেলিম উদ্দিন, মোহাম্মদ রফিক, ফরিদুল আলম ভুট্টো, আবদুর রহিম, শামসুল ইসলাম বাবলু,কামাল হোসেন,ওসমান গনি, গাজী ফোরকান, আবদুল গফুর, আনোয়ার হোসেন চৌধুরী প্রমূখ।
বক্তারা বলেন,“দেশের জনগণ এখন পরিবর্তনের অপেক্ষায়। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে বিএনপি সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে।”
এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, মোহাম্মদ শফি, উত্তর সাতকানিয়া ইউনিট বিএনপি নেতা হারুনুর রশীদ, তাসলিম উদ্দীন, এস এম নূরুল হক, মোহাম্মদ আলী, ফরিদুল আলম, আবু সালেহ, মোহাম্মদ আরমান, উপজেলা যুবদল আহ্বায়ক মোহাম্মদ ইলিয়াস, পৌর যুবদলের আহ্বায়ক এস এম জাহেদ, সদস্য সচিব মোহাম্মদ শাহজাহান, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুস সবুর, উত্তর সাতকানিয়া যুবদলের আহ্বায়ক মোহাম্মদ রাজিব, ইকবাল হোসেন রুবেল,আবুল কাশেম আযাদ, মোহাম্মদ সাব্বির, দক্ষিণ জেলা ছাত্রদল নেতা এডভোকেট রাশেদুল কবির, আনিসুর রহমান আনাস, শওকত আলী, আজিজ, শাহজাহান, মোহাম্মদ আরফাত, মোহাম্মদ করিম, আসিফ, আজিমুর রহমান প্রমূখ।