বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমন উপলক্ষে"
খাগরিয়া জুলুছ ঈদ-এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আজ বৃহস্পতিবার সকালে সাতকানিয়া উপজেলার চর খাগরিয়া আমিন সেন্টার হইতে পবিত্র জন্মে জুলুছ ঈদ-এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু হয়ে খাগরিয়া ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খাগরিয়া ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা ময়দানের এসে শেষ হয় ।
এতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী শীর্ষক আলোচনা, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখেরী মোনাজাত এবং তবারুক বিতরণের মধ্যে দিয়ে সমাপ্তি ঘটে।
জুশনে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির সভাপতি মাওলানা মোহাম্মদ মুসলিম উদ্দিন নেজামীর সভাপতিত্বে উক্ত কমিটির সাধারণত সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম কাদেরীর সঞ্চালনায়
এতে প্রধান মেহেমান হিসেবে উপস্থিত ছিলেন খাগরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব শামসুল আলম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হযরত মাওলানা মোহাম্মদ ইসহাক কাদেরী, আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আবু তালেব মঈনী, মাওলানা মোহাম্মদ আবু নাঈম রেজবী, আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আবদুল মান্নান আলকাদেরী, মাওলানা মোহাম্মদ নুরুল কবির রিজভী, কাজী মোহাম্মদ মফিজুর রহমান কাদেরী , মোহাম্মদ হারুনুর রশিদ হোসাইনি ও মাওলানা মোহাম্মদ জাকের হোসেন জেহাদি, মোহাম্মদ ওসমান গনি, মোহাম্মদ জসিম উদ্দিন মোহাম্মদ আবদুল আউয়াল ইসলামি ছাত্র সেনা যুব সেনা ও গাউছিয়া কমিটি বাংলাদেশ খাগরিয়া শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ মোক্তার হোসাইন শিবলী।