মুহাম্মদ সাঈদুল ইসলাম বাঁশখালী চট্টগ্রাম: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি এন পি)। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠিত হয়। জিয়াউর রহমান তাঁর শাসনকে অসামরিকীকরণের অভিপ্রায়ে ১৯৭৭ সালে রাষ্ট্রপতি নির্বাচনের প্রাক্কালে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগদল) নামে একটি দল গঠন করেন। উপ-রাষ্ট্রপতি বিচারপতি আবদুল সাত্তার ছিলেন এর আহবায়ক। জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচিত হলে, বিশেষ করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দলের কর্মকান্ডে অনুপ্রাণিত হয়ে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বিবেচনায় রেখে ঢাকার রমনা ময়দানে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠনের ঘোষণা দেন। অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রথম মহাসচিব। জিয়াউর রহমান ছিলেন এর আহবায়ক।
জিয়াউর রহমানের ভাষ্য অনুযায়ী জাতীয়তাবাদী দল বিএনপির প্রধান লক্ষ ছিল বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, গণতান্ত্রিক অগ্রযাত্রা, বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে জাতীয় ঐক্য এবং জনগণের মধ্যে স্বনির্ভরতার চেতনা সৃষ্টি। ১৯-দফা কর্মসূচি ছিল দলের মৌল আদর্শ। রাষ্ট্রনীতির চারটি মৌলিক আদর্শ তথা গণতন্ত্র, সর্বশক্তিমান আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাস, জাতীয়তাবাদ এবং অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচার অর্থে সমাজতন্ত্র, এই ছিল দলীয় কর্মসূচির মর্মবাণী।
আজ ১ সেপ্টেম্বর ২০২৫ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি এন পি)' ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গসংগঠনের উদ্যোগে বাঁশখালী ৭নং সরল ইউনিয়নের পাইরাং জালিয়াঘাটা ৮ নং ওয়ার্ডে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জালিয়াঘাটা তজবীদুল কোরআন মাদ্রাসা প্রাঙ্গণে আজ সোমবার বিকাল ৫ টার সময় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
৭নং সরল ইউনিয়ন এর যুগ্ম আহবায়ক মো:আবদুর রহিম এর সভাপতিত্বে ও মো: নাছির উদ্দীন এর পরিচালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জসীম উদ্দীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক দলের যুগ্ম আহবায়ক মো:ইলিয়াস, এতে আরো উপস্থিত ছিলেন শ্রমিক দলের সিনিয়র সদস্য আবু তাহের,বিএনপির জালিয়াঘাটা ৮নং ওয়ার্ডের সাবেক সভাপতি মুনির আহমেদ, তজবীদুল কোরআন মাদ্রাসার পরিচালক মাওলানা মোজাম্মেল হকের দোয়া পরিচালনার মাধ্যমে মাদরাসার এতিম ছাত্রসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ গণ উপস্থিত ছিলেন। দোয়া ও মুনাজাতে মরহুম জিয়াউর রহমানের রুহের আত্মার মাগফেরাত কামনা ও সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে এতিমদের মাঝে খানার আয়োজনের মাধ্যমে মাহফিল সমাপ্ত করা হয়।