পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের রজভীয়া হাকিমিয়া ইসলামীয়া সুন্নিয়া মাদ্রাসা ও কালিয়াইশের ১১টি সুন্নিভিত্তিক সংগঠন এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে
প্রবাসীদের সার্বিক ব্যবস্থাপনায় বর্ণাঢ্য স্বাগত র্যালি ও
'জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম' নামে এই র্যালি অনুষ্ঠিত হয়।
শনিবার (৩০ আগস্ট) সকালে মাদ্রাসা থেকে শুরু হয়ে
পূর্বকাটগর হয়ে বিসির মোড় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক হয়ে মৌলবির দোকান হয়ে কালিয়াইশ মাষ্টার হাট
এলাকা প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসায় এসে শেষ হয়। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ নুর মোহাম্মদ সওদাগরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবদুল নবীর পরিচালনায় মোনাজাত পরিচালনা করেন
মাওলানা আবদুল আওয়াল সিদ্দিকী। দোয়া মাহাফিল পরিচালনা করেন অত্র মাদ্রাসার সুপার মাওলানা খোরশেদ আলম রেজবী। এতে আরো উপস্থিত ছিলেন, আনজুমানে নকশবন্দিয়া( ম.)হাকিমীয়া পরিষদের সভাপতি মাওলানা গিয়াসউদ্দিন নকশবন্দী, বিজিসি ট্রাস্টের অধ্যাপক মাওলানা হাসান আনচারী, সহ সভাপতি লেয়াকত আলী, সভাপতি, সহ-সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম
আবদুল শুক্কুর মেম্বার, সহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার সর্বস্থলের তাওহীদী জনতা। পরে মিলাদ-ক্বিয়াম, দোয়া-মোনাজাত ও তাবারুক বিতরণ করা হয়।