প্রেসবিজ্ঞপ্তি: চন্দনাইশে আশেকানে মাইজভাণ্ডারী ঐক্য পরিষদ দোহাজারী পৌরসভা কমিটির উদ্যোগে ৩য় বারের মত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্বাগত র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে দোহাজারী পৌরসভার জাসিম কনভেনশন থেকে র্যালিটি শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিওসির মোড় প্রদক্ষিণ করে সাঙ্গু কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আশেকানে মাইজভান্ডারি দোহাজারী পৌরসভা কমিটির অন্যতম সদস্য জনাব সাইফুল ইসলাম সুমন। আবদুল মান্নান জিপু খান ও মোঃ ফরমান উদ্দিনের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহন করেন কাঞ্চন নগর রহমানিয়া দরবার শরীফ সাজ্জাদানশীন এর গোলাম মওলা মাইজভান্ডারী, গাউছিয়া মাবুদ মঞ্জিলের সাজ্জাদানশীন মাওলানা মুফতি সৈয়দ আশেকুর রহমান হাফেজনগরী গাউছিয়া আছাদ মঞ্জিলের সাজ্জাদানশীন সৈয়দ আসাদ উদ্দিন রিয়াদ শাহ গাউছিয়া রহমান মঞ্জিলের শাহজাদা সৈয়দ জিয়াউল হোসাইন আরমান, গাউছিয়া শহীদ মঞ্জিলের শাহজাদা মাওলানা সৈয়দ ইরফানুল হক মেশকাত হাফেজনগরী. দোহাজারী দরবার শরীফের শাহজাদা জনাব খোরশেদ আলম। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন দরবারের আওলাদে পাক গন এবং অন্যান্য মেহমান বৃন্দ ও বক্ত মুরিদান আশেকান। পরিষদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাওলানা মফিজুর রহমান।
মোনাজাত পরিচালনা করেন চন্দনাইশ দরবার শরীফের সাজ্জাদানশীন আবু সাদাত মুহাম্মদ দায়েম বাহাদুর।