নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) :চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। ২৮ আগস্ট বৃহস্পতিবার দুপুর ২ ঘটিকার সময় যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান বিন মাজেদ এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা।
অভিযান পরিচালনাকালে নোয়াপাড়া পথেরহাটে পিউরিয়া, লন্ডন সুইটস এবং প্রদীপ মিষ্টি ভান্ডারকে বিএসটিআই আইন,২০১৮, ওজন ও পরিমাপ আইন, ২০১৮ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০১৮ এর বিভিন্ন ধারায় ৩৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে বিএসটিআই এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়া সড়ক পরিবহণ আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় ৩ টি মামলায় ৭ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান বিন মাজেদ ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা বলেন, অভিযান নিয়মিত ভাবে পরিচালনা করা হবে।