লোহাগাড়া প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের নবনিযুক্ত এডহক কমিটির সভাপতি এনামুল হককে অপসারণের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সহ স্থানীয়রা।
বৃহস্পতিবার (২৮আগস্ট) সকালে উপজেলার পদুয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উক্ত বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
লোহাগাড়া উপজেলা গনতান্ত্রিক যুবদলের সভাপতি শাহজাদা মিয়ার সভাপতিত্বে পদুয়া ইউনিয়ন এলডিপির সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন পদুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মোবারক আহমদ (বাবু), পদুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলমগীর, পদুয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আমানুল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা সেচ্ছসেবক দলের সদস্য এহেসান আবদুল্লাহ, গনতান্ত্রিক সেচ্ছসেবক দলের সভাপতি শাহ আলম, লোহাগাড়া উপজেলা সেচ্ছসেবক দলের যুগ্ম আহবায়ক শাকিল মোহাম্মদ নয়ন, পদুয়া ইউনিয়ন শ্রমিক দলের সাবেক আহবায়ক মোহাম্মদ সোহেল, পদুয়া ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক খোরশেদ আলম সিকদার,পদুয়া ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাবেদ, মোহাম্মদ শফি, মোহাম্মদ আলম, মোহাম্মদ সেলিম, আবুল হাশেম,পদুয়া ইউনিয়ন শ্রমিক দলের সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ শামসুল আলম প্রমুখ।
বক্তারা বলেন, পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের সভাপতি এনামুল হক আওয়ামী লীগের দোসর। তিনি ২০১৮ সালের পর থেকে আওয়ামী লীগের সাবেক বিভিন্ন এমপিদের সাথে সমন্বয় করে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন।সাবেক এমপি আবু রেজা নদভী এবং টেকনাফের সাবেক এমপি আবদুর রহমান বদিসহ আওয়ামী লীগের নেতাদের ঘনিষ্ঠ লোক হিসেবে পরিচিত তিনি। তাকে অতি দ্রুত অপসারণের দাবী জানান বক্তারা। তাকে অপরাসারণ করা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুশিয়ারিও দেন বক্তারা।