রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন এবং চার রাউন্ড গুলি উদ্ধার করেছে।
রাউজান থানা সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু বিপিএম-বার এর নির্দেশনায় গত ২৪ আগস্ট রাত ১১টার দিকে রাউজান থানাধীন ১২নং উরকিরচর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জিয়াবাজার এলাকায় চট্টগ্রাম-কাপ্তাই আঞ্চলিক মহাসড়কের পাশে করিমুল হুদার কুলিং কর্নার দোকান থেকে অস্ত্র ও গুলি উদ্ধার হয়। অভিযানে নেতৃত্ব দেন রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া। উপ-পরিদর্শক (নিরস্ত্র) সাদ্দাম হোছাইন সঙ্গীয় ফোর্সসহ সহযোগিতা করেন।
রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া বলেন, অভিযান পরিচালনাকালে দোকানে অবস্থানরত সন্ত্রাসী মোঃ আল আমিন (২৯) পুলিশের উপস্থিতি টের পেয়ে দোকানের পেছনের দরজা দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় তার কোমরে থাকা একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন এবং ম্যাগজিনে লোডকৃত চার রাউন্ড গুলি দোকানের ভেতরে পড়ে যায়। পুলিশ তাৎক্ষণিকভাবে পিছু ধাওয়া করলেও আসামি রাতের অন্ধকারে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে পড়ে যাওয়া অস্ত্র ও গুলি উদ্ধার করে জব্দ করা হয়।
এই ঘটনায় রাউজান থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়।ওসি জানান, সন্ত্রাস ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।