নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) :চট্টগ্রামের রাউজানে উপজেলা কৃষিঋণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ আগস্ট সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ। উপস্থিত ছিলেন প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ জয়িতা বসু , সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তোফাজ্জল হোসেন ফাহিমসহ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, কর্মকর্তা ও সরকারি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপকবৃন্দ।
রাউজান উপজেলায় কৃষিঋণ বিতরণের সম্মিলিতভাবে ৯০ কোটি টাকা বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
অনুষ্ঠানে কৃষি,মৎস্য ও প্রাণীসম্পদ অধিদপ্তরের সহায়তায় কৃষক, মৎস্যচাষী ও উদ্যোক্তাদের কোন হয়রানি ছাড়াই সহজ শর্তে কৃষিঋণ বিতরন করার নির্দেশনা প্রদান করা হয়।