মোহাম্মদ এরশাদ বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি: তরুন প্রজন্মকে মাদকের আগ্রাসন থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাইতো এমন ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে উপজেলার কালীপুরের পূর্ব গুনাগরী গ্রামে।যুব সমাজের অবক্ষয় রোধ ও সমাজের নানা অপরাধ রোধে ব্যতিক্রমী উদ্যোগ নেয়া হয়।পাশাপাশি এলাকায় ভ্রাতৃত্ববোধ সৃষ্টি ও উদীয়মান খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এ ম্যাচের আয়োজন। প্রতিবছর এমন উদ্যোগ নেয়া হবে বলে জানান আয়োজক কমিটি।বাঁশখালী উপজেলার পূর্ব গুনাগরী এলাকাবাসীর আয়োজনে বিবাহিত ও অবিবাহিত খেলোয়ারদের মধ্যে ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।এতে ৭-১ গোলের ব্যবধানে জয়ী হয় অবিবাহিত দল।শুক্রবার (২২ আগষ্ট) বিকালে উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাঁশখালী ডিগ্রি কলেজ মাঠে এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।এই ফুটবল ম্যাচ উপভোগ করেন এলাকার বিপুলসংখ্যক দর্শক।এতে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও বাঁশখালী ডিগ্রি কলেজ গভর্নিং বডির সিনিয়র সদস্য এম এ আবদুল হক।এসময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা নাজমুল হোসেন চৌধুরী,চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য মোহাম্মদ মারুফ,ক্রীড়া সংগঠক ও সাংবাদিক মোহাম্মদ এরশাদ,শ্রমিক নেতা মোঃ মোস্তফা প্রমূখ।
খেলার শেষে প্রধান অতিথি খেলোয়াড়দের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং মাদকবিরোধী বার্তা দিয়ে বলেন,মাদক থেকে দূরে থাকুন, খেলাধুলার সঙ্গে থাকুন” আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।খেলাধুলা শুধুমাত্র একটি খেলা নয়; এটি শৃঙ্খলা, ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং শারীরিক সুস্থতার প্রতীক।আমাদের তরুণ প্রজন্মকে ফুটবলের মতো খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে বিকশিত করতে আমরা সবাইকে উৎসাহিত করতে চাই। খেলাধুলা শুধু শারীরিক ব্যায়াম নয়, এটি আমাদের জীবনে অধ্যবসায়, ধৈর্য এবং কঠোর পরিশ্রমের মূল্য শেখায়।আমি এই আয়োজনের সাথে যুক্ত সকল সংগঠক, খেলোয়াড় এবং দর্শকদের ধন্যবাদ জানাই। বিশেষ করে, যারা এই ধরনের একটি সুন্দর প্রতিযোগিতার আয়োজন করেছেন, তারা প্রশংসার দাবিদার। পরিশেষে, আমি আশা করি এই খেলা সবাইকে আরও উৎসাহিত করবে এবং ভবিষ্যতে আমাদের এলাকায় আরও বড় ধরনের খেলাধুলার আয়োজন উদ্যোগ নেয়া হবে বলে জানান।