মোহাম্মদ এরশাদ বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি: বৃষ্টির পানির চাপে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা বাহারচড়া ইউনিয়নের মাইজপাড়া রাস্তার মাথা পূর্ব এলাকায় সড়কের নিচে অবৈধভাবে পাইপ বসিয়ে রাস্তার এপাশ থেকে ওই পাশে পানি চলাচল করাই সড়ক ধসে যাওয়ার ঘটনা ঘটে।
অথচ ওই সড়ক দিয়ে বাঁশখালী সমুদ্র সৈকত,
পশ্চিম বাঁশখালীর হাজার হাজার সাধারণ জনগণ চট্টগ্রাম শহরসহ বিভিন্ন গন্তব্যের যানবাহন এই সড়ক দিয়ে যাতায়াত করে।বর্তমানে ওই সড়কটি দিয়ে কোন অতিরিক্ত ভারী যান চলাচলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা আছে। এবিষয়ে উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ বলেন কিছু দিন হচ্ছে সলিয়ার বাপের পুল টু বশিরউল্লাহ বাজার সড়ক সংস্কার কাজ সম্পন্ন হয়েছে।দুঃখের বিষয় কতৃপক্ষের কোন অনুমতি না নিয়ে এলাকার কৃষকরা সড়কের এপাশ থেকে ওই পাশে পানি
নিয়ে যাওয়ার জন্য রাস্তা কেটে সড়কের নিচ দিয়ে পানি পাইপন চালানোর ফলে বছর যেতে না যেতে সড়কটি নষ্ট হওয়ার পথে।এখন ছোট হলেও দিন দিন আরও বড় আকারে রুপ ধারণ করতে পারে। পানি চলাচলের প্রয়োজনীতা থাকলে আমাদের পরামর্শ অনুমতি নিলে বিষয়টি আমরা যথাযত ব্যবস্থা গ্রহণ করতাম কি ভাবে ঠিক করা যায়।আমরা করলে কখনো এ সড়ক ধসে যেতে পারতো না।সকলে প্রতি অনুরোধ রইল এই বিষয়ে আগামীতে সকলকে সতর্ক হতে হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটির ওই স্থান দিয়ে কৃষিজমিতে সেচের পানি সরবরাহের পাইপ বসানো হয়েছে। বৃষ্টির কারণে অতিরিক্ত পানির চাপে পাইপ ভেঙে সড়কটি ধসে পড়ে। খবর পেয়ে উপজেলা প্রকৌশলী ধসে পড়া এলাকা পরিদর্শন করতে যান।
সড়কটিতে যে কোন মূহুর্তে যান চলাচল বন্ধ হয়ে পড়ায় সম্ভাবনা রয়েছে। অথচ ওই সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার সাধারণ মানুষ,সমুদ্রের মাছ চট্টগ্রামসহ রাজধানীতে যায়।আল্লাহ না করুক
সড়কটি ধসে গেলে ওই এলাকার সাধারণ জনগণকে চরম ভোগান্তি পোহাতে হবে বলে জানান।