মোহাম্মদ এরশাদ বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি: বাঁশখালী ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যাংকার ও সমাজসেবী মোহাম্মদ মোরশেদুল আলম। এডহক কমিটি অনুমোদন সংক্রান্ত এক বিজ্ঞপ্তি ১৮ আগস্ট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের চেয়ারম্যানের নির্দেশে কলেজ পরিদর্শক প্রফেসর ড. মোহাম্মদ ছরওয়ার আলম কর্তৃক স্বাক্ষরিত হয়।
এতে পদাধিকার বলে প্রতিষ্ঠান প্রধানকে এডহক কমিটির সদস্য সচিব, মুহাম্মদ মাশুক ইলাহীকে শিক্ষক প্রতিনিধি ও মোহাম্মদ সালাহ উদ্দিন কাদের চৌধুরীকে অভিভাবক প্রতিনিধি মনোনীত করা হয়। এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মোরশেদুল আলম বাঁশখালীর চাপাছড়ি গ্রামের বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবিদ মরহুম আবুল ইছহাক চৌধুরী সুযোগ্য সন্তান। তিনি বেসরকারি ব্যাংকে কর্মরতের পাশাপাশি সামাজিক কাজের সাথে যুক্ত থেকে সমাজ উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। উল্লেখ্য, তাঁর পিতা মরহুম আবুল ইছহাক চৌধুরী পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ,পশ্চিম বাঁশখালী দারুল ইসলাম দাখিল মাদ্রাসা ও কামাল উদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়সহ বাঁশখালীর বহু শিক্ষা প্রতিষ্ঠানের সাথে শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।