মোহাম্মদ এরশাদ বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালীর প্রধান সড়কের অন্তত ৮টি ব্যস্ততম স্পটে অবৈধ পার্কিং ও সড়কের উপর ব্যবসায়ীক মালামাল রাখা এবং ফুটপাত বসানোর ফলে নিত্য লেগেই থাকে তীব্র যানজট, চরম দুর্ভোগে যাত্রী মহল, যানজট নিরসনে হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশ, সড়কটির দু'পাশ অবৈধ ভাবে দখলে করে নিয়েছে সিএনজি চালিত অটোরিকশা, ব্যাটারী চালিত টমটম - অটোরিকশা চালকরা। এছাড়াও বাঁশখালীর কোথাও নেই নির্দিষ্ট কোন বাস স্ট্যান্ড। এসরু সড়কটিতে যানজট এখন যাত্রী মহলের নিত্য সঙ্গী হয়ে আছে।বৃহস্পতিবার (১৪ আগস্ট) সরেজমিনে পরিদর্শনে দেখা গেছে, বাঁশখালীর প্রবেশদ্বার চাঁদপুর বাজার, গুনাগরী চৌমুহনী (খাসমহল), কালীপুর সাব -রেজিস্ট্রারী অফিস, বৈলছড়ী বাজার, পৌরসভার মিয়ার বাজার, উপজেলা সদর, শীলকূপের টাইমবাজার, চাম্বল বাজার, নাপোড়া বাজার, প্রেমবাজারসহ সড়কটির গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম স্পট গুলোর দু'পাশে গড়ে তোলা হয়েছে অবৈধ পার্কিং। যার ফলে ঘন্টার পর ঘন্টা তীব্র যানজট লেগেই থাকে।বাসযাত্রী চকরিয়ার মোঃ ফোরকান, ছনুয়ার কাজল দাশ, চাম্বল বাজার ব্যবসায়ী রহমত উল্লাহ, আরিফ, টাইমবাজার এলাকায় মোক্তার আহমদ, নেজাম উদ্দীন, নুরুচ্ছফা, উপজেলা সদরের জাহাঙ্গীর আলম, আইয়ুব বাচ্চু, আনোয়ার হোসেন, মোঃ শরীফ, বৈলছড়ী এলাকার মোস্তাক, হেলাল, শহীদুল, গুনাগরী চৌমুহনী এলাকার এনামুল হক, মিনহাজ, সরওয়ার, সেলিম, তৌহিদ, চাঁদপুর বাজার ব্যবসায়ী ফোরকান, ওসমান গনি, জসিমসহ বেশ কিছু যাত্রী ও ব্যবসায়ীরা বলেন, প্রধান সড়কটি এমনিতেই সরু, এরইমধ্যে ব্যস্ততম স্পট গুলোতে সড়কের দু'পাশে জেগে ওঠেছে সিএনজি, টমটম, অটোরিকশার অবৈধ পার্কিং। এছাড়াও বাঁশখালীর কোথাও নেই নির্দিষ্ট কোন বাস স্ট্যান্ড, যাত্রী উঠা নামা করতে বাস গাড়ী গুলোও সড়কের উপর স্ট্যান্ড করা হয়। যার ফলে ঘন্টার পর ঘন্টা তীব্র যানজট লেগেই থাকে। অতিষ্ঠ হয়ে পড়ে যাত্রী মহল। তাই বাঁশখালীর প্রধান সড়ককে যানজটমুক্ত করতে নির্দিষ্ট বাস স্ট্যান্ড স্থাপন করতে ও অবৈধ পার্কিং অপসারণ করার দ্রুত পদক্ষেপ গ্রহণে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে যাত্রী মহল ও স্থানীয় ব্যবসায়ীরা।বাঁশখালীতে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সুত্রে জানা গেছে, যানজট নিরসনে নিয়মিত ভাবে কাজ করে যাচ্ছে ট্রাফিক পুলিশ। প্রধান সড়কটি এমনিতেই খুব সরু, দুঃখজনক হলেও সত্য সড়কটির ব্যস্ততম পয়েন্ট গুলোর দু'পাশে গড়ে উঠেছে অবৈধ পার্কিং গড়ে তোলা এবং বাজার ব্যবসায়ীরা প্রধান সড়কের দু'পাশে ব্যবসায়ীক মালামাল রেখে সড়ক দখল করে রাখা ও সড়কের উপর ভাসমান স্থাপনা বসিয়ে দখল করে রাখার ফলে যানজট নিরসনে হিমশিম খেতে হচ্ছে। ওইসব পার্কিং ও অবৈধ স্থাপনা দ্রুত অপসারণ করা খুবই জরুরি। বিশাল এই এরিয়ার তুলনায় ট্রাফিক পুলিশের জনবলও খুব স্বল্প। যানজট নিরসনে কাজ করতে গিয়ে ট্রাফিক পুলিশদেরকেও নানা বাঁধার সম্মুখীন হতে হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জামশেদুল আলম বলেন, অবৈধ ভাবে পার্কিং করে সড়কে যানজট সৃষ্টি করা কোনো ভাবেই কাম্য নয়। জনদূর্ভোগের বিষয়টি বিবেচনা করে সড়কটি ক্লিয়ার রাখা দরকার, এধরণের অবৈধ কোন পার্কিং করে জনদূর্ভোগের চেষ্টা করা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ইউএনও।