নুরুল আমিন চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় নতুন ভোটারদের ভুল তথ্য সংশোধনে ১২ দিন সময় দিচ্ছে উপজেলা নির্বাচন অফিস। আগামী ১০ আগস্ট হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করবে নির্বাচন কমিশন। ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
সাতকানিয়া উপজেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম বলেন,এবারের হালনাগাদে ৪৪ লাখের মতো নতুন ভোটার যুক্ত হচ্ছেন। তাদের তথ্য খসড়া সম্পূরক তালিকা প্রকাশ করা হবে আগামী ১০ আগস্ট। সম্পূরক ভোটার তালিকা প্রকাশের পর যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্তি, মৃত্যুজনিত বা অন্তর্ভুক্তি হওয়ার অযোগ্য ব্যক্তির নাম কর্তন, ভোটার স্থানান্তর এবং কোনো সংশোধন বা ত্রুটিবিচ্যুতি দূর করার জন্য দরখাস্ত (ফরম-২, ফরম-১২, ফরম-১৩ ও ফরম-১৪ এর মাধ্যমে দরখাস্ত করতে হবে) দাখিল করা যাবে ২১ আগস্ট পর্যন্ত।
দাখিল করা দরখাস্তগুলো সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসার ও রেজিস্ট্রেশন অফিসার কর্তৃক নিষ্পত্তির শেষ করা হবে ২৪ আগস্টের মধ্যে। এরপর অন্য কাজ শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৩১ আগস্ট। এসময় তিনি যেসমস্ত নতুন ভোটারদের জাতীয় পরিচয়পত্রে ভুল আছে, তাদের দ্রুত উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করার আহ্বান জানান।
বর্তমানে দেশে ভোটার রয়েছে ১২ কোটি ১৮ লাখের মতো।
ব্যবস্থপনা পরিচালক : এম এ হামিদ, সম্পাদক ও প্রকাশক : এসএ বাবু, সহ-সম্পাদক : মহিউদ্দিন চৌধুরী
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: +৮৮০ ১৮২২-৮৮০৬৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত