প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৫, ৭:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৩, ২০২৫, ৮:২৫ অপরাহ্ণ
রাউজানে ১৫ জন প্রশিক্ষণপ্রাপ্ত দুস্থ ও হতদরিদ্র মহিলার মাঝে উন্নতমানের সেলাই মেশিন বিতরণ
- নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) :চট্টগ্রামের রাউজানে আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণপ্রাপ্ত হতদরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ৩ আগস্ট রবিবার রাউজান উপজেলা পরিষদের উদ্যোগে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা, উপজেলা প্রকৌশলী আবুল কালাম ও মহিলা বিষয়ক কর্মকর্তা আকলিমা বেগম।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ বলেন , "সেলাই মেশিন বিতরণের মাধ্যমে আমরা হতদরিদ্র মহিলাদের জীবনমান উন্নয়নে অংশীদার হতে চাই। পর্যায়ক্রমে আগামিতে মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় আরো বেশি সংখ্যক দুস্থ মহিলাদের প্রশিক্ষণ ও প্রশিক্ষণে উত্তীর্ণদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হবে। যাতে তারা যথাযথ প্রশিক্ষণের মধ্য দিয়ে দারিদ্র্যতা দুর করে নিজেদেরকে সমাজে প্রতিষ্টিত করতে পারে "
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত