ঢাকার অন্যতম ঐতিহ্যবাহী ও প্রাচীন খানকাহ শরীফ মশুরিখোলা দরবারের সম্মানিত পীর সাহেব শাহ মোহাম্মদ আহসানুজ্জামানের ইন্তেকালে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।২৯ জুলাই মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ ইন্তেকাল করেন।তিনি ছিলেন এক নিরব, নিষ্কলুষ ও নিবেদিতপ্রাণ আল্লাহওয়ালা। হাল আমলের নানা বিতর্ক ও বিভ্রান্তির যুগে তিনি ছিলেন ব্যতিক্রমী একজন আধ্যাত্মিক ব্যক্তিত্ব, যাঁর জীবনযাপন ছিল সরলতা, আল্লাহভীতি এবং মানবসেবায় পূর্ণ। তাঁর বংশানুক্রমিক ভাবধারাও ছিল সমাজসচেতন ও রাজনৈতিকভাবে জাগ্রত। মশুরীখোলা দরবারের প্রতিষ্ঠাতা শাহ আহসানুল্লাহ (রহ.) যেমন খেলাফত-অসহযোগ আন্দোলনের সময় জাতির পথপ্রদর্শক নেতাদের পরামর্শদাতা ছিলেন, ঠিক তেমনি এই পীর সাহেব শাহ আহসানুজ্জামানও দাদার ঐতিহ্যকে ধারণ করে দরবারকে শিক্ষা, সমাজসেবা ও মানবিক উদ্যোগের প্ল্যাটফর্মে পরিণত করেছেন। জুলাই অভ্যুত্থানের সময় তিনি সরাসরি জালিমের পতনের জন্য দোয়া করেন — এটি প্রমাণ করে তিনি নিছক তরিকতের নয়, বরং ন্যায়ের পক্ষেও একজন সক্রিয় সুনীতির ধারক ছিলেন।
বাংলাদেশের সুফি সমাজে এমন প্রজ্ঞাবান, পরিপক্ব, নিরব বিরলতম পীর সাহেবের ইন্তেকালে যে শূন্যতার সৃষ্টি হলো তা সহজে পূরণ হবার নয়।
জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমি মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর মুরিদ, ভক্ত ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন।
হাসান আলী, যুগ্ম আহবায়ক, জাতীয় নাগরিক পার্টি।
ব্যবস্থপনা পরিচালক : এম এ হামিদ, সম্পাদক ও প্রকাশক : এসএ বাবু, সহ-সম্পাদক : মহিউদ্দিন চৌধুরী
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: +৮৮০ ১৮২২-৮৮০৬৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত