এই ঈদে টেলিভিশনের পর্দায় দেখা যাবে জনপ্রিয় দুই তারকা ইয়াশ রোহান ও তানজীন তিশাকে একসঙ্গে। তারা অভিনয় করেছেন ঈদের বিশেষ নাটক ‘কিসমত’-এ। নাটকটির চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন মুহাম্মাদ মিফতাহ আনান।
নাটকটিতে ইয়াশ রোহান অভিনয় করেছেন ফাহাদ চরিত্রে, আর তানজীন তিশাকে দেখা যাবে সায়রা চরিত্রে।
‘কিসমত’ নাটকে তুলে ধরা হয়েছে দুই ভিন্ন মেরুর মানুষের গল্প। জীবনের পথে তারা কীভাবে একে অপরের কিসমতে জড়ায়, কীভাবে কাছে আসে বা আবার দূরে সরে যায়—এই টানাপোড়েনের গল্পই ফুটে উঠবে নাটকটিতে।
গভীর আবেগ ও বাস্তবতার ছোঁয়ায় নির্মিত এই নাটক দর্শকদের মনে নাড়া দেবে বলে প্রত্যাশা করছেন নির্মাতা। ঈদুল আজহার বিশেষ আয়োজনে নাটকটি প্রচারিত হবে দেশের একটি জনপ্রিয় চ্যানেলে।
📺 নাটক: কিসমত
🎭 অভিনয়: ইয়াশ রোহান (ফাহাদ), তানজীন তিশা (সায়রা)
🎬 রচনা ও পরিচালনা: মুহাম্মাদ মিফতাহ আনান
📅 প্রচার: ঈদুল আজহার বিশেষ আয়োজনে
দর্শকরা এবারের ঈদে পেতে যাচ্ছে এক ব্যতিক্রমী গল্পের নাটক— ‘কিসমত’।
ব্যবস্থপনা পরিচালক : এম এ হামিদ, সম্পাদক ও প্রকাশক : এসএ বাবু, সহ-সম্পাদক : মহিউদ্দিন চৌধুরী
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: +৮৮০ ১৮২২-৮৮০৬৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত