জাপানের ১.০৬৩ বিলিয়ন ডলারের সহায়তা পাবে বাংলাদেশ: রেলপথ ও সংস্কারে জোর বাংলাদেশকে বাজেট সহায়তা, রেলপথের উন্নয়ন এবং বৃত্তি খাতে অনুদান হিসেবে মোট ১.০৬৩ বিলিয়ন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ১১,৭০০ কোটি টাকা) সহায়তা দেবে জাপান।
শুক্রবার (৩০ মে) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
প্রাপ্ত তথ্যমতে,
বিশেষজ্ঞরা বলছেন, এই সহায়তা দেশের অবকাঠামো উন্নয়ন, রেল যোগাযোগ শক্তিশালীকরণ এবং শিক্ষা খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
এই চুক্তি বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর করবে বলে আশা করা হচ্ছে।
ব্যবস্থপনা পরিচালক : এম এ হামিদ, সম্পাদক ও প্রকাশক : এসএ বাবু, সহ-সম্পাদক : মহিউদ্দিন চৌধুরী
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: +৮৮০ ১৮২২-৮৮০৬৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত